এখনও করোনার হুমকিতে আফ্রিকা
বৈশ্বিক অতিমারি করোনা এখনও আফ্রিকা মহাদেশের জন্য হুমকির কারণ। কম ভ্যাকসিন দেওয়ায় এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মহাদেশটি। আফ্রিকান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) একথা বলেছে। খবর আলজাজিরা।
আফ্রিকান সিডিসি পরিচালক আহমেদ ওগওয়েল ওমা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভাইরাসটি এখনো বিস্তার লাভ করছে এবং কম টিকা দেওয়ার কারণে অতিমারিটি এখনও আমাদের মহাদেশে অনেক বেশি পরিমাণে রয়েছে।’
আহমেদ ওগওয়েল ওমা এমন এক সময় এই তথ্য জানালেন, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, করোনা মহামারির ইতি টানতে বিশ্ব বর্তমানের চাইতে ভালো অবস্থানে আর কখনোই ছিল না। এই অতিমারি এখন শেষের দিকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের এমন মন্তব্য প্রসঙ্গে একমত কী না সে বিষয়ক এক প্রশ্নের জবাবে আফ্রিকান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের পরিচালক আহমেদ ওগওয়েল ওমা তাঁর মহাদেশের অবস্থা তুলে ধরেন। এসময় তিনি বলেন, ‘আফ্রিকার মোট জনসংখ্যার ২২ শতাংশের বেশি মানুষ পুরোপুরি টিকার আওতায় এসেছে। তাঁর সংস্থা এই সংখ্যা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘কিন্তু প্রতিরক্ষার মাত্রা এখনও তুলনামূলকভাবে কম।’
আফ্রিকান দেশগুলো করোনার টিকার প্রাথমিক সরবরাহ দিয়ে সুরক্ষার লড়াই করছে। ধনী দেশগুলোর টিকার ডোজ মজুদ, সম্প্রতি দ্বিধা এবং লজিস্টিক সমস্যাগুলোকে এর জন্য দায়ী করা হচ্ছে।
ওমা বলেন, ‘আফ্রিকা সিডিসি মহাদেশে যত বেশি সম্ভব মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনার চেষ্টা করছে।’