এবার টুইটারের পরিচালনা পর্ষদে ধনকুবের এলন মাস্ক
টুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার এখন ধনকুবের এলন মাস্ক। এ খবর প্রকাশের এক দিন পরে এবার জানা গেল এলন মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকার।
এলন মাস্ক বর্তমানে টুইটারের ৯ শতাংশের বেশি শেয়ারের মালিক। একটি নিয়ন্ত্রক সংস্থার নথির বরাতে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক অন্তত ২০২৪ সাল পর্যন্ত টুইটারের পরিচালনা পর্ষদে থাকবেন।
পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার শর্ত হিসেবে, পর্ষদে থাকাকালে এবং পর্ষদ থেকে চলে যাওয়ার তিন মাস পর্যন্ত ১৪ দশমিক ৯ শতাংশের বেশি টুইটার শেয়ারের মালিক হতে পারবেন না এলন মাস্ক।
এদিকে, পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার পরে মাস্ক টুইট করেছেন, ‘আগামী মাসগুলোতে টুইটারের উল্লেখযোগ্য উন্নতির জন্য টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল ও টুইটার বোর্ডের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ!’
এ ছাড়া পরাগ আগরওয়াল টুইট করেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বোর্ডে এলন মাস্ককে যুক্ত করছি!’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে এলনের সঙ্গে আলাপ-আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে, তিনি আমাদের বোর্ডে অনেক মূল্যবান অবদান রাখবেন।’
এলন মাস্ক একজন সক্রিয় টুইটার ব্যবহারকারী। টুইটারে তাঁর আট কোটি অনুসারী (ফলোয়ার) রয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে তিনি প্ল্যাটফর্মটির বাক্স্বাধীনতার প্রতিশ্রুতি এবং মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন। টুইটার ব্যবহারকারীরাও একই রকম ভাবেন কি না, তা জানতে মাস্ক সম্প্রতি টুইটারে একটি জরিপ চালিয়েছেন। ওই জরিপে ২০ লাখের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশের বেশি টুইটার ব্যবহারকারী বলেছেন, টুইটার বাক্স্বাধীনতার প্রতিশ্রুতি মেনে চলে না।
এলন মাস্ক টুইটারের প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের শেয়ারের মালিক হওয়ার পর থেকে টুইটারের শেয়ার মূল্য বেড়েছে।