এবার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই গ্রেপ্তার
রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির ভাইকে গ্রেপ্তার করেছে মস্কো পুলিশ। নাভালনির মস্কোর অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর পর তাঁর ভাই ওলেগ নাভালনিকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, বুধবার রাজধানী মস্কোতে নাভালনির দলের বিভিন্ন দপ্তরে ও তাঁর সঙ্গে সম্পর্কিত অন্যান্য বেশ কয়েকটি বাড়ি এবং প্রতিষ্ঠানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নাভালনির ভাড়াবাসা থেকে ওলেগ নাভালনিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার টিম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী নেতা নাভালনিকে গত বছর আগস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি।
জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর নাভালনি সুস্থ হয়ে উঠেন এবং গত ১৭ জানুয়ারি দেশে ফেরেন। এরপর বিমানবন্দরেই গ্রেপ্তার হন তিনি।
বিষপ্রয়োগে অসুস্থ হওয়ার পাঁচ মাস পর প্রথম রাশিয়ায় ফেরার পরই ৩০ দিনের জেল দেওয়া হয় নাভালনিকে। রাশিয়ার একটি আদালত তাঁকে জেলে দেওয়ার আদেশ দেন।