করোনাভাইরাস : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ১১ জন প্রাণ হারিয়েছেন।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১ বছর বয়সী এক বৃদ্ধ অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সম্প্রতি একটি প্রমোদতরীতে ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এরই মধ্যে করোনাভাইরাস শনাক্তের জন্য গোটা যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার পর্যন্ত ১৬টি অঙ্গরাজ্যে কমপক্ষে দেড়শ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণে মৃত ১১ জনের মধ্যে ১০ জনই ওয়াশিংটনে মারা গেছেন। টেক্সাস ও নেব্রাসকাতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে ওয়াশিংটন ও ফ্লোরিডা অঙ্গরাজ্য।
ক্যালিফোর্নিয়ায় মৃত ব্যক্তি গত মাসে প্রিন্সেস ক্রুজ নামে একটি প্রমোদতরীতে ভ্রমণ করেছিলেন। সেখান থেকেই তাঁর শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয় বলে জানা গেছে। কার্নিভাল নামে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রমোদতরীটি সানফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে মেক্সিকো হয়ে আবার সানফ্রান্সিসকোতে নোঙর করে।
এর আগে গত মাসে কার্নিভালের আরেক প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরোহীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি জাপানে নোঙর করানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশ যেখানে করোনাভাইরাস মোকাবিলায় সতর্ক অবস্থানে থেকে নানা পদক্ষেপ নিচ্ছে, সে তুলনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভাইরাসটি প্রতিরোধে ধীরে চলো নীতি অবলম্বন করছে বলে বেশ কয়েকজন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা অভিযোগ করেছেন।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৮৫ জনে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডে করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ১২ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।