করোনামুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি সোমবার বলেছেন, আক্রান্ত হওয়ার ১২ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, টানা দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষায় ট্রাম্পের ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি অন্যকে সংক্রমিতও করেননি।
করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো সোমবার রাতে ফ্লোরিডায়া নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প।
গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর কোভিড-১৯ আক্রান্ত অবস্থাতেই গত ৫ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফেরেন।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত রোববার দাবি করেন যে, তিনি এখন করোনাভাইরাস ‘প্রতিরোধী’।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৮৬৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯৬ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৮ লাখ তিন হাজার ৮৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে দুই লাখ ১৪ হাজার ৬৩ জনে। সুস্থ হয়েছে ৩১ লাখ ৬ হাজারেরও বেশি মানুষ।