করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/26/who_0.jpg)
নভেল করোনাভাইরাসের পুরোপুরি কার্যকর ভ্যাকসিন আসার আগেই এ মহামারিতে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে আজ শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
ডব্লিউএইচওর জরুরি চিকিৎসা বিভাগের প্রধান ডা. মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপের আগে এই সংখ্যা দুই মিলিয়ন অর্থাৎ ২০ লাখের বেশিও হয়ে যেতে পারে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ থেমে নেই। এ পর্যন্ত তিন কোটি সাড়ে ২৭ লাখের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত কয়েকদিনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় দফা সংক্রমণ। ইউরোপসহ পৃথিবীর অনেক দেশে শীত পড়া শুরু করেছে। সেসব দেশে করোনার সংক্রমণও বেড়ে চলেছে। অনেক দেশ নতুন করে গোটা দেশ লকডাউন করে দেওয়ার কথা ভাবছে।
ইউরোপ প্রসঙ্গে ডা. মাইক রায়ান বলছেন, ‘আমরা দেখছি, একটা বিরাট অঞ্চলজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। এটি আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে।’