কাবুলে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/05/2021-03-25t185353z_1464871528_rc2iim9kcqwj_rtrmadp_3_usa-biden-afghanistan.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। ছবি : রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১২ জন। খবর রয়টার্সের।
সরকারি কর্মকর্তাদের দাবি, হামলার দায় স্বীকার করেছে তালেবান।
তবে ২০২০ সালে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে কোনো হামলার দায় স্বীকার করছে না তালেবান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/04/05/aaaaaa.jpg 687w)
সম্প্রতি সে দেশে হামলার ঘটনা ব্যাপক বেড়ে গেছে। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যার দায় নিল তালেবান।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ এ ব্যাপারে বলেছেন, কাবুলের পাঘমান জেলায় ওই হামলার ঘটনায় তিনজন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।