কাবুলে জাতিসংঘের গাড়িতে গ্রেনেড হামলা, বিদেশি নাগরিক নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/25/afghanistan-photo.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের গাড়িতে গ্রেনেড হামলায় এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গতকাল রোববার রাতে শহরের একটি ব্যস্ত সড়কে জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারীরা এ বিস্ফোরণ ঘটায়। হতাহতের শিকার সবাই জাতিসংঘের কর্মী বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এ হামলায় জাতিসংঘের গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলায় জঙ্গি সংগঠন তালেবান বা কথিত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা জড়িত বলে দাবি করছে আফগান সরকার। কাবুল শহরে তালেবান ও আইএস জঙ্গিরা সক্রিয়। এ ছাড়া এর আগে বেশ কয়েকটি হামলায় তারা দায় স্বীকার করেছিল।