কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/17/2021-01-17t105008z_44925800_rc2k9l9kdru6_rtrmadp_3_afghanistan-attack-judges_0.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর রয়টার্সের।
আদালতের এক মুখপাত্র বলেছেন, রোববার সকালে দুজন গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় কালা-ই ফাতুল্লাহ এলাকায় তাঁরা এ হামলার শিকার হন। হামলায় ওই দুই নারী বিচারক নিহত এবং তাঁদের গাড়িচালক আহত হন।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
আফগানিস্তানে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার জন্য তালেবানকে সন্দেহ করা হচ্ছে। তবে গোষ্ঠীটি এসব হামলা চালানোর দায় স্বীকার করেনি।
গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে হামলার শিকার হচ্ছে সাংবাদিক, বিভিন্ন কর্মী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এদিকে বিবিসি বলছে, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমতে কমতে আড়াই হাজারে পৌঁছার পর সর্বশেষ এ হামলা হলো।
এ ছাড়া, তালেবান এবং আফগান সরকারের মধ্যে দোহায় শান্তি আলোচনা চলার মধ্যেও আফগানিস্তানে শীর্ষ আদালতের এই বিচারক হত্যার ঘটনা ঘটল।