কাবুল থেকে দূতাবাস কাতারে সরিয়ে নিচ্ছে ইতালি
আফগানিস্তান থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দূতাবাসটি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরের পরিকল্পনা করছে রোম।
সেখান থেকেই আফগান নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখবে তারা। রোববার এ ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন কাবুলে তাদের কূটনৈতিক মিশন শেষ করার ইঙ্গিত দিয়েছে। এক্ষেত্রে তারা উপসাগরীয় কোনো একটি দেশ থেকে তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। সেই পরিপ্রেক্ষিতেই এমন ঘোষণা দিল ইতালি।
তবে ব্যতিক্রম রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান ও তুরস্ক। এই দেশগুলো কাবুলে তাদের কূটনৈতিক মিশন অব্যাহত রাখবে। তারা জানিয়েছে, আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করবে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাবুল থেকে আমাদের দূতাবাস দোহায় স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আজ আমি কাতারের আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব।’
আফগান সরকারের সঙ্গে আলোচনায় কূটনৈতিক সম্পর্কের কেন্দ্র হয়ে উঠেছে কাতার, যোগ করেন তিনি।