কারবালায় পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত
ইরাকে শিয়াদের পবিত্র শহর কারবালায় অবস্থিত ইরানি দূতাবাস ঘিরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কারবালায় অবস্থিত ইরানি দূতাবাস ঘিরে চলা বিক্ষোভে আজ সোমবার নিরাপত্তা বাহিনীর গুলি চালায়। এতে তিনজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা দূতাবাস থেকে ইরানি পতাকা খুলে ফেলে সেখানে ইরাকের পতাকা উত্তোলন করেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েছে ও টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে।
অক্টোবরের শুরু থেকেই সরকারবিরোধী বিক্ষোভে নামে বিক্ষোভকারীরা। কারবালা, বাগদাদ ও দক্ষিণ ইরাকের বিভিন্ন শহরে সরকারবিরোধী এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত আড়াই শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। এ ছাড়া আরো কয়েকশ বিক্ষোভকারী আহত হয়েছে।