কাল পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামীকাল রোববার ফোনে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র ইবরাহিম কালিন এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
চলমান ইউক্রেন সংকট নিরসনে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র।
ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে সামুদ্রিক সীমান্ত রয়েছে সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ তুরস্কের। দুই দেশের সঙ্গেই বাণিজ্যিক সুসম্পর্কও রয়েছে তুরস্কের।
তবে ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি তুরস্ক। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে রিসেপ তায়েপ এরদোয়ানের দেশ।
প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র কালিন বলেন, ‘যুদ্ধের প্রতি আমাদের প্রেসিডেন্টের বার্তা হলো- অতিসত্ত্বর হামলা থামাতে হবে।’