কাশ্মীরের মুসলিমদের পক্ষে সোচ্চার হওয়ার অধিকার আমাদের আছে : তালেবান
কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, কাশ্মীরের মুসলিমদের জন্য কথা বলার অধিকার আমাদের রয়েছে। বিবিসি উর্দুর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হওয়া নিয়ে ভারত সরকারের উদ্বেগ রয়েছে। এরই মধ্যে কাশ্মীর নিয়ে সোচ্চার হওয়ার অধিকার রয়েছে বলে উল্লেখ করলেন তালেবান নেতা সুহাইল শাহিন। তবে কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার পরিকল্পনা তালেবানের নেই বলেও জানিয়েছেন।
সুহাইল শাহিন বলেন, ‘একজন মুসলিম হিসেবে, ভারতের কাশ্মীরসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলিমদের পক্ষে সোচ্চার হওয়ার অধিকার আমাদের রয়েছে।’
তালেবানের এই মুখপাত্র বলেন, ‘আমরা আওয়াজ তুলতে চাই, মুসলিমরা তোমাদেরই দেশের নাগরিক। তোমাদের আইন মোতাবেক সমান অধিকার তাদের।’
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার বলেন, ভারতের লক্ষ্য হচ্ছে কোনোভাবেই যাতে আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য বা ভারতের বিরুদ্ধে ব্যবহৃত না হয়।
এমন উদ্বেগের জায়গা থেকে গত মঙ্গলবার কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল দোহায় তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা নিলম ইরশাদ শেখ এক টিভি টকশোতে বলেন, ভারতের কাছ থেকে কাশ্মীরকে স্বাধীন করতে তালেবান সরকার আমাদের সহযোগিতা করতে পারে। তালেবান আমাদের জানিয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তারা কাশ্মীর বিষয়ে আমাদের সহযোগিতা করবে।