ক্যালিফোর্নিয়ায় দাবানল : আর্থিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনৈতিক অঙ্গন। দাবানলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় গভর্নরকে দুষছেন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সরকারি সাহায্য তহবিল বাতিল করারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলের তেজে ক্যালিফোর্নিয়ার প্রায় এক লাখ একর ভূমি বিনষ্ট হয়েছে। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।
এদিকে ‘বনাঞ্চল ব্যবস্থাপনায় চরমভাবে ব্যর্থ হয়েছেন’ বলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমকে দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
গত বছরও যখন ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৮৬ জনের প্রাণহানি হয়, তখনো একইভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্প টুইটারে লেখেন, ‘প্রতিবছর আগুন লাগছে আর ক্যালিফোর্নিয়া পুড়ছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এর পর তিনি (গভর্নর) কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ সহায়তা চাইতে আসছেন। আর নয়। ঠিকমতো নিজের কাজ করুন গভর্নর।’
ট্রাম্পের টুইটের জবাব দিতে দেরি করেননি ক্যালিফোর্নিয়ার গভর্নরও। বরাবরই ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত নিউসোম টুইট করেন, ‘আপনি তো জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না। তাই এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলাই বৃথা।’
যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির এক সাম্প্রতিক গবেষণা বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জেরে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ফলে ভয়াবহ দাবানলের ঘটনাও বাড়ছে। শুকনো ও উষ্ণ আবহাওয়ার কারণে গাছপালা সহজদাহ্য হয়ে উঠছে।
সাম্প্রতিক দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। এরই মধ্যে অগ্নিনির্বাপণকর্মীরা দাবানলের প্রায় অর্ধেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক