ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই।
বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দুটি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময় এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, একটি টুইন-ইঞ্জিন চেসনা ৩৪০ এবং একটি সিঙ্গেল-ইঞ্জিন চেসনা ১৫২ বিকাল ৩টার ঠিক আগে একে অপরের সঙ্গে সংঘর্ষ লেগে বিধ্বস্ত হয়।
বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে কোনো ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। সূত্রের খবর।
দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।