কড়া লকডাউন শিথিলের পথে দক্ষিণ আফ্রিকা
করোনাভাইরাসের প্রকোপমুক্ত থাকতে আরোপিত কড়া লকডাউন শিথিল করার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। চলমান লকডাউন শিথিলের চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে বেশি আক্রান্ত এলাকাগুলোতে লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
গত মার্চ থেকে বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন আরোপ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। গত ১ মে থেকে স্বল্প পরিসরে অর্থাৎ পাঁচ ধাপের লকডাউনের প্রথম ধাপ তুলে নেন তিনি।
এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে ২৩৮ জন মারা গেছে। এই রোগ থেকে সুস্থ হতে পেরেছে ৫ হাজার ৬৭৬ জন আর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ১১৯ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।