খেমার রুজের জ্যেষ্ঠ নেতা কমরেড দুচের মৃত্যু
কম্বোডিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত খেমার রুজের সাবেক জ্যেষ্ঠ নেতা কাইং গুয়েক ইয়েভ মারা গেছেন। তিনি কমরেড দুচ নামে পরিচিত ছিলেন।
জাতিসংঘ সমর্থিত একটি ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুচ যাবজ্জীবন কারাভোগের শাস্তি পেয়েছিলেন। তিনি খেমার রুজের প্রথম জ্যেষ্ঠ নেতা, যিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হন। ২০১০ সালে বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১২ সালে তাঁর সাজার রায় আসে।
দুচ কম্বোডিয়ার মাওবাদী খেমার রুজ সরকারের আমলে কুখ্যাত টুওল স্লেং কারাগারের প্রধান ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তাঁদের শাসনামলে এই কারাগারটিতে হাজার হাজার বন্দিকে নির্যাতন ও হত্যা করা হয়। ওই সময় দেশজুড়ে প্রায় ২০ লাখ লোককে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, আজ বুধবার ৭৭ বছর বয়সে কমরেড দুচ কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি হাসপাতালে মারা যান বলে ওই জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনালের মুখপাত্র জানিয়েছেন। তবে কীভাবে দুচের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক