গণকবর থেকে ৬,০৩২টি মানব কঙ্কাল উদ্ধার!
আফ্রিকার দেশ বুরুন্ডিতে মোট ছয়টি গণকবর থেকে ছয় হাজার ৩২টি মানব দেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এসব কবর থেকে কয়েক হাজার গুলিও পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গণকবরগুলো বুরুন্ডির কারসুরি প্রদেশে অবস্থিত। জানুয়ারি থেকে দেশটির সরকার এসব গণকবর খুঁজে বের করার একটি প্রকল্প হাতে নিয়েছে।
১৯৭২ সালে বুরুন্ডিতে নৃতাত্ত্বিক গোষ্ঠী হুতুদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালানো হয়। ওই হত্যাযজ্ঞের দিকে ইঙ্গিত করে দেশটির সত্য ও পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান পিয়েরে ক্লেভার নাদিয়েক্যারিয়ে বলেছেন, গণকবরে যেসব মৃতদেহ পাওয়া গেছে সেগুলো হুতুদের। নিহতদের পরিবার দীর্ঘদিন পর নীরবতা ভাঙতে পারবে।
২০১৪ সালে সত্য ও পুনর্বাসন কমিশন গঠন করে বুরুন্ডি সরকার। এই কমিশন ১৮৮৫ সালে বিদেশিদের আগমন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সহিংসতার তদন্ত চালাচ্ছে।
এখন পর্যন্ত কমিশনটি দেশটিতে চার হাজারের বেশি গণকবরের সন্ধান পেয়েছে। এতে এক লাখ ৪২ হাজারের বেশি মরদেহ পাওয়া গেছে।