গর্ত থেকে গরু উদ্ধার করে প্রশংসায় ভাসছেন মুখ্যমন্ত্রী
গর্তের ভেতর থেকে একটি গরু উদ্ধারের প্রচেষ্টায় যোগ দিয়ে প্রশংসায় ভাসছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি। মুখ্যমন্ত্রী নিজেই ওই ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ঘরে ফেরার সময় মাঝপথে গাড়ি থেকে নামছেন তিনি। নেমে খাদ থেকে একটি গরু উদ্ধারের প্রচেষ্টায় যোগ দিচ্ছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। এদিন রাতেই মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। ১৭ মিনিটের ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি তখন বাড়ি ফিরছিলাম। এ সময় গর্তের ভেতর একটি গরু পড়ে যেতে দেখি। এখন গরুটি উদ্ধারের চেষ্টা চলছে।’
ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী চান্নি পাঞ্জাবি ভাষায় সবাইকে এক হয়ে গরুটি টেনে তোলার কথা বলছেন। গরুটিকে নিরাপদে উদ্ধারের এটাই সর্বোত্তম উপায়।
একদল মানুষ যখন রশি দিয়ে গরুটি টেনে তোলার চেষ্টা করছেন, তখন মুখ্যমন্ত্রী হাতে আলো নিয়ে এগিয়ে যান। গরুর উদ্ধারের চেষ্টায় সাহায্য করেন তাঁদের।
মুখ্যমন্ত্রী চান্নির গরু উদ্ধারের ওই চেষ্টায় অংশ নেওয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাংবাদিক মান আমান সিং চিন্না। পাঞ্জাবি ভাষায় তিনি লিখেছেন, ‘দারুণ ব্যাপার।’
বহু মানুষ চান্নির ওই ভিডিও দেখেছেন। অনেকে তাঁর প্রশংসা করে মন্তব্য করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক