গাজায় ইসরায়েলি হামলা : দুদিনে ২৪ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় দুদিন ধরে চলমান ইসরায়েলি উড়োজাহাজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং এক জন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল–জাজিরা জানিয়েছে, গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি উড়োজাহাজ হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে, হামলা চালিয়ে বেসামরিক মানুষজন হত্যার খবর অস্বীকার করেছে ইসলায়েল।
ইসরায়েলের দাবি—গাজা উপত্যকায় হামলা চালানো হয়নি। উলটো ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। যার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে প্রাণহানি হয়েছে।