গাড়ির ওপর চেপে বসছে হাতি, প্রাণ বাঁচাতে যা করল চালক (ভিডিও)

জঙ্গলে গিয়ে হাতির পাল দেখেছেন অনেকেই। কিন্তু অরণ্য সাফারিতে বেরিয়ে কখনো হাতি গাড়ির ওপরে চেপে বসতে দেখেছেন? থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে ঠিক এমন ঘটনাই ঘটেছে। এ ঘটনার ভিডিও দেখে কিছুক্ষণ সত্যিই হাড়হিম হয়ে যাওয়ার জোগাড়।
ভিডিওতে দেখা যায়, একটি হাতি চলন্ত গাড়ির ওপরেই বসে পড়ছে। গাড়ির চালক এতটাই ঘাবড়ে যান যে, তিনি দ্রুত গাড়িটি চালিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। থাইল্যান্ডের এই জাতীয় উদ্যানে এর আগেও এমন ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, খাও ইয়াই ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিটির নাম ডুয়ে। বয়স ৩৫। জাতীয় উদ্যানের থানারাত রোডে হাতিটি আপন মনে হাঁটাচলা করছিল। যখনই ওই গাড়িটি হাতির সামনে আসে, ডুয়ে সেই গাড়ির ওপর চেপে বসতে যায়। হাতিটি তার বিশাল শরীর গাড়ির ওপর যেই না রাখতে যাবে তক্ষুনি কোনোরকমে গাড়ি স্টার্ট করে বেরিয়ে যান গাড়ির চালক। বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার গাড়িটি থামান তিনি। গাড়ি থামানোর পরেই চালক দেখতে পান গাড়িটি হাতির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাড়িতে ঠিক কতজন পর্যটক ছিলেন, তা জানা না গেলেও ওই গাড়ির মধ্যে থাকা এক পর্যটক ফাসাকর্ন নিলতারাচ হাতির এই চেপে বসার একটি ছবি শেয়ার করেছেন।
স্থানীয় সূত্র অনুসারে, এ ঘটনার পর পার্কের কর্মকর্তারা পর্যটকদের কিছু পরামর্শ দেন। এমন পরিস্থিতির মুখে পড়লে পর্যটক হিসেবে তাঁদের কী করা উচিত, সেই নিয়ে আলোচনা করেন তাঁরা। জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় যদি সামনে হাতি চলে আসে, তাহলে গাড়ির বাইরে থেকে ছবি তুলতে মানা করা হয়েছে। নিরাপদে থাকার জন্য গাড়ির ভেতরেই বসে থাকার নির্দেশনা দেওয়া হয়।