গ্রীষ্মে ইউরোপে করোনা বাড়ার আশঙ্কা রয়েছে : ডব্লিউএইচও
চলতি গ্রীষ্মে ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সংস্থাটির ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বৃহস্পতিবার এমন আশঙ্কার কথা বলে দেশগুলোকে সংক্রমণ সংখ্যা গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
এরই মধ্যে গত মাসে ইউরোপে করোনার সংক্রমণ তিন গুণ বেড়ে গেছে বলেও জানান ডব্লিউএইচও’র কর্মকর্তা হান্স ক্লুগ।
ডব্লিউএইচও’র ইউরোপ শাখার প্রধান বলেন, ‘গত মে মাসের শেষ দিকেও ইউরোপে প্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হতেন। জুন মাস থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে এবং গত সপ্তাহের পরিসংখ্যান যাচাই করে আমরা জেনেছি—বর্তমানে ইউরোপে দৈনিক সংক্রমণ পৌঁছেছে প্রায় পাঁচ লাখে।’
হান্স ক্লুগ বলেন, ‘ইউরোপেরর সাত দেশ অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, লুক্সেমবার্গ ও পর্তুগালে বর্তমানে সংক্রণের ঊর্ধ্বগতি শুরু হয়েছে।’
গত শীতকালে যেখানে করোনায় দিনে চার থেকে পাঁচ হাজার করে মানুষ মারা গেছে। বর্তমানে সেই ইউরোপে ৫০০ জনের মতো মৃত্যু হচ্ছে। তবে, আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধির ফলে মৃত্যুও বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।