চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের সঙ্গে নৌ মহড়ায় অস্ট্রেলিয়া
চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের সঙ্গে নৌ মহড়ায় যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনোল্ডস গতকাল সোমবার চীনা আগ্রাসন মোকাবিলায় মালাবার দ্বীপপুঞ্জ এলাকায় নৌ মহড়ায় যোগ দেওয়ার ঘোষণা দেন।
আগামী মাসে আরব সাগর ও বঙ্গোপসাগরের মালাবার উপকূলে এই নৌ মহড়া শুরু হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীন-ভারত আঞ্চলিক প্রতিযোগিতায় এই মালাবার নৌ মহড়া বিশেষ গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলছেন, এশিয়ার সব মার্কিন মিত্রকেই চীনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আলজাজিরা বলছে, ২০০৭ সালের নভেম্বরে প্রথমবার মালাবার নৌ মহড়া হয়েছিল এবং এই কোয়াড ড্রিলের মূল টার্গেটই হলো চীনকে মোকাবিলা করা।
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক বৈরিতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতা ও ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে এই যৌথ মহড়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা।
এ ছাড়া কয়েক দশক ধরে ভারতকে চাপে রাখতে মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করছে চীন।