চীনে করোনা সংশ্লিষ্ট অপরাধে গ্রেপ্তার প্রায় ৬ হাজার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/31/china.jpg)
চীনে গত জানুয়ারি থেকে করোনা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে প্রায় ছয় হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মী হত্যা, ত্রুটিপূর্ণ চিকিৎসাসামগ্রী বিক্রি, স্বাস্থ্য ও ভ্রমণ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়াসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
চীনা কর্তৃপক্ষ বলছে, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত করোনা সংশ্লিষ্ট অপরাধের কারণে পাঁচ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয় হাজার ৭৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে এখন পর্যন্ত মোট কতজন আটক রয়েছে এবং কতজনের বিচারকাজ সম্পন্ন হয়েছে তা জানা যায়নি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর এখন দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকেই চীনে কঠোর বিধিনিষেধ, কন্ট্যাক্ট ট্রেসিং ও নজরদারি রাখে দেশটির সরকার। চীনে সম্প্রতি স্থানীয়ভাবে করোনা সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।