ছয় সপ্তাহ পর বাইডেনকে অভিনন্দন জানালেন পুতিন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ পর বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও বাইডেনের শাসনামলে সেসব সমাধানে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। খবর সিএনএনের।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিনের মধ্যেই বিশ্বের বেশিরভাগ নেতা শুভেচ্ছা জানান বাইডেনকে। তবে এর জন্য ছয় সপ্তাহ অপেক্ষা করেছে রাশিয়া। গত সোমবার ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্র্যাট নেতাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার পরেরদিন শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রত্যাশা করেন ভ্লাদিমির পুতিন। তিনি আত্মবিশ্বাসী যে, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিশেষ দায়িত্ব বহনকারী দুই দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকলেও তারা বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিই অবদান রাখতে পারবে।
বিবৃতিতে পুতিন বলেছেন, সমতা এবং পারস্পরিক সম্মানসূচক নীতির ওপর ভিত্তি করে রুশ-মার্কিন সহযোগিতা উভয় দেশের পাশাপাশি গোটা আন্তর্জাতিক সম্প্রদায়েরই স্বার্থ পূরণ করবে।