জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যে তহবিল গঠনে চুক্তি
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে তহবিল গঠনের বিষয়ে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বিশ্বের প্রায় দু’শ দেশ। মিশরে কপ-২৭ সম্মেলনে সারা রাত ধরে আলোচনা ও দরকষাকষির পর আজ ভোরে বিপুল করতালির মধ্য দিয়ে এই তহবিল অনুমোদন পায়।
চুক্তির মূল আলোচ্যসূচি ছিল ‘লস অ্যান্ড ড্যামেজ’ ইস্যুটি যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠনের বিষয়ে দীর্ঘ আলোচনা চলে। খবর বিবিসির।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন এই চুক্তি ‘খুবই দরকারি রাজনৈতিক সংকেত’। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এটি থেকে এখনও সবকিছু পরিষ্কারভাবে পাওয়া যায়নি।’
১৯ শতকের তুলনায় বিশ্ব প্রায় ১.১ ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়ে পড়েছে এবং বাতাসে কার্বন নিঃসরণ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। যদি কিছুই করা না হয় তবে বিজ্ঞানীদের ভাষায় বিশ্বের উষ্ণায়ন সৃষ্টি করবে প্রচণ্ড দাপদাহ, এর ফলে বেড়ে যাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যার কারণে হারিয়ে যাবে অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি।