জাকার্তায় বন্যায় ২১ জন নিহত, ঘরছাড়া ৩০ হাজার (ভিডিওসহ)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/02/indonesia-flood.jpg)
লাগাতার ভারি বর্ষণ থেকে সৃষ্ট হঠাৎ বন্যার পানিতে ডুবে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং এর আশপাশের একাধিক শহর। ঠাণ্ডায়, পানিতে ডুবে, ভূমিধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাস্তুহারা হয়েছেন জাকার্তার প্রায় ৩০ হাজার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার সকালে ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আজ দিনের শেষভাগে আরো বৃষ্টিপাত ও বজ্রপাতসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, জাকার্তায় অনেক গাড়ি পানিতে পুরোপুরি ডুবে আছে। এ ছাড়া নোংরা বাদামিরঙা পানি ঠেলে চলাচল করছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। জাকার্তার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বেড়েছে বন্যার পানি।
জাকার্তায় তিন কোটি মানুষের বাস। ইন্দোনেশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, এরই মধ্যে রাজধানীর কয়েকশ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বন্যার কারণে জাকার্তার অভ্যন্তরীণ হালিম বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে ২০০৭ সালে জাকার্তায় বন্যায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।