জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস
ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার কৃষ্ণাঙ্গ সিনেটর ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর ফলে পরবর্তী নির্বাচনী জনসংযোগে বাইডেনের সঙ্গে দেখা যাবে কমলা হ্যারিসকেও। গতকাল মঙ্গলবার টুইট করে এই ঘোষণার কথা জানান বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন লেখেন, ‘আমার খুবই ভাল লাগছে, আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের নারী ও এ দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।’
বাইডেনের এই ঘোষণার পর বাইডেনের স্টাইলেই টুইটারে নিজের প্রতিক্রিয়া দেন হ্যারিস। তিনি লিখেন, ‘আমি জো বাইডেনের এই প্রশংসায় মুগ্ধ। তাঁর সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি তৈরি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের মানুষকে একত্রিত করতে পারবেন, কারণ সারা জীবন তিনি এ কাজই করে গেছেন। এবং প্রেসিডেন্ট হিসেবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এক আমেরিকা তৈরি করবেন তিনি।’
৫৫ বছরের কমলা হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা। তাঁর মা ভারতীয়। ছোটবেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাঁরা। কমলাই প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। এ ছাড়া তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী যিনি যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন। আজ বুধবার ডেলাওয়্যার থেকে নিজেদের যৌথ প্রচার শুরু করবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
এর আগে অবশ্য বাইডেনের সঙ্গে প্রেসিডেন্ট পদ নিয়ে লড়াই হয়েছে হ্যারিসের। ওই লড়াইয়ের ফলেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়ান হ্যারিস। বাইডেনকে এগিয়ে দেন ডেমোক্র্যাটরা। যদিও সে লড়াই ছিল ক্ষণস্থায়ী এবং অনেকটাই আনুষ্ঠানিক।
জো বাইডেন নিজের মুখে কমলা হ্যারিসের রাজনৈতিক প্রতিভার কথা স্বীকার করে বলেছেন তাঁর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ বা রাগ তাঁর নেই। হ্যারিসকে নিজের ভাইস প্রেসিডেন্টের পদের লড়াইয়ে সামিল করে সে বার্তা দিলেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াইয়ে আরো কিছুটা চাপে পড়লেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন মার্কিন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

এনটিভি অনলাইন ডেস্ক