ঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, জরুরি অবস্থা জারি
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। গত ২৬ ডিসেম্বর থেকে সেখানে ঝড়ের আঘাতের পর দেখা দিয়েছে বন্যা, চলছে বিদ্যুৎবিভ্রাট ও ভূমিধস, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, দেখা দিয়েছে দুই মিটার (ছয় ফুট) পর্যন্ত তুষারপাতের শঙ্কা। এ পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। ইতোমধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় বড় বিপর্যয় ঘোষণা করেছেন। খবর আল জাজিরার।
দেশটির জাতীয় আবহাওয়া অফিস (এনডাব্লিউএস) বলেছে, সোমবার প্রশান্ত মহাসাগরীয় আর্দ্রতা আরও বাড়তে পারে। একইসঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পর্বত থেকে উল্লেখযোগ্য তুষারপাত ও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।
এনডাব্লিউএস সান ফ্রান্সিসকো উপসাগরের দক্ষিণে কৃষিপ্রধান অঞ্চলজুড়ে ‘বিপর্যয়কর বন্যা’র পূর্বাভাস দিয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, রোববার প্রেসিডেন্ট বাইডেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিযার মার্সেড, স্যাক্রামেন্টো এবং সান্তা ক্রুজ কাউন্টিসহ বিভিন্ন এলাকায়, উপজাতি এবং স্থানীয় পুনরুদ্ধারের প্রচেষ্টার পরিপূরক করার জন্য ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার মধ্যে অস্থায়ী আবাসন এবং বাড়ি মেরামতের জন্য অনুদান, বীমাবিহীন সম্পত্তির ক্ষতি পূরণের জন্য স্বল্পমূল্যের ঋণ দেওয়া হবে। এ ছাড়া ব্যক্তি ও ব্যবসার মালিকদের দুর্যোগের প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তার জন্য অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে।