টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ইলন মাস্ক
মার্কিন সাময়িকী টাইম এবার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রভাবশালী সাময়িকীটি এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, বৈশ্বিক ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি বা গোষ্ঠীকে প্রতিবছর টাইম বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়।
টাইমের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, ‘পারসন অব দ্য ইয়ার হলো প্রভাবের একটি মাপকাঠি এবং খুব কম মানুষই পৃথিবীতে জীবনের ওপর ইলন মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন। শুধু তাই নয়, পৃথিবীর বাইরের জীবনেও প্রভাব ফেলছেন এলন মাস্ক।’
টাইমের প্রধান সম্পাদক আরও বলেন, ‘ইলন মাস্ক টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সেরও সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। এ ছাড়া প্রথমবারের মতো তিনি শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে গিয়ে ইতিহাস গড়েছেন।’
টাইম বলছে, ইলন মাস্ক কেবল ২০২১ সালের শীর্ষ ধনী হিসেবেই আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে, তার অগ্রপথিক তিনি।