তুরস্কে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/25/turkey_quake.jpg)
শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে তুরস্কের পূর্বাঞ্চলের ইল্যাজিগ প্রদেশের বেশ কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি : রয়টার্স
তুরস্কের পূর্বাঞ্চলের ইল্যাজিগ প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা পাঁচ শতাধিক, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কিছু দালানের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে অন্তত ৩০ জন।
জনবিরল এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা কম হয়েছে বলে তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ভূমিকম্পের পরই উদ্ধারকর্মীরা তাঁদের তৎপরতা শুরু করেন। তবে উপদ্রুত এলাকায় শীতের তীব্রতা ও কুয়াশার ঘনত্ব অনেক বেশি হওয়ায় তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর। ভূমিকম্পে এলাকাটির অন্তত ৩০টি বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।