তুরস্কে পৌঁছাল চীনের তৈরি টিকার আরো ৬৫ লাখ ডোজ
চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনার টিকার আরো ৬৫ লাখ ডোজ আজ সোমবার হাতে পেয়েছে তুরস্ক। এর আগে প্রথম ধাপে টিকার ৩০ লাখ ডোজ পেয়েছিল দেশটি। সংবাদমাধ্যম সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রথম ধাপে করোনার টিকা পাওয়ার পরই টিকাদান কার্যক্রম শুরু করে দেয় তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ২৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই স্বাস্থ্যকর্মী ও বয়স্ক নাগরিক।
তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের জানিয়েছে, দ্বিতীয় ধাপে মোট এক কোটি টিকা পাবে তুরস্ক। তার মধ্যে আজ ভোরে বেইজিং থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৬৫ লাখ টিকা ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে।
তুরস্ক চলতি মাসের মাঝামাঝি টিকাদান কার্যক্রম শুরু করেছিল। প্রথম দুদিনেই ছয় লাখ মানুষকে টিকা দেওয়া হয়। কিন্তু, পরবর্তী সময়ে স্বাস্থ্য সেবা কর্মীদের বাইরেও টিকাদান শুরু হলে গতি কিছুটা মন্থর হয়ে পড়ে।
টিকা পাওয়ার পর এখন বিশেষজ্ঞেরা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। এর জন্য প্রায় দুই সপ্তাহ লাগবে। এরপর টিকাগুলো সরবরাহ করা শুরু হবে।
তুরস্কে এখন পর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ২৫ হাজার ৭৩ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছে।