দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্রেজার আইল্যান্ড
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্রেজার আইল্যান্ড। আগুন থেকে বাঁচতে আইল্যান্ডটি ছেড়ে পালাচ্ছে মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছে অগ্নিনির্বাপণ কর্মীরা। খবর সিএনএনের।
৭৬ হাজার হেক্টরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত এই ফ্রেজার আইল্যান্ডে ছড়িয়ে পড়েছে। আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় গতকাল মঙ্গলবার কয়েকজন পর্যটককে দ্বীপটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে দেশটির কুইসল্যান্ড রাজ্যের দমকল বিভাগ বলেছে, গত শনিবার থেকে আগুন নেভাতে ১০ লাখ লিটারের বেশি পানি এবং জেল ঢালা হয়েছে।
কুইসল্যান্ডের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের উপ কমিশনার মাইক ওয়াসিং বলেন, ‘একটি ক্যাম্পের আগুন থেকে বনে আগুন ছড়িয়ে পড়েছে। দ্বীপের খুবই প্রত্যন্ত একটি অঞ্চলে এ আগুন লেগেছে… সেখানে পৌঁছানো সত্যিই কঠিন।’
অস্ট্রেলিয়া বর্তমানে তীব্র তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেশজুড়েই তাপপ্রবাহ অনুভূত হয়েছে। এখন তা উত্তরপূর্বাঞ্চলে তীব্র আকার ধারণ করছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বলছে, বুধবার কুইসল্যান্ড রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। তবে উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের হাওয়ায় আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক