বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে কুমির!

উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে একটি কুমির ঢুকে পড়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, রোদে বিশ্রামরত অতিথিদের খুব কাছে এলেও কুমিরটি তাদের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। খবর এএফপির।
পোর্ট ডগলাস এলাকার শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলে কুমিরটিকে ডুব দিয়ে থাকতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কুমিরটি পুলের একেবারে নিচে শুয়ে ছিল। টিকটক ব্যবহারকারী লিসা কেলার তার ভিডিওতে বলেন, আমি কাউকে আতঙ্কিত করতে চাই না, তবে শেরাটন পুলে একটি কুমির আছে।
পুলটির কিনারায় সান লাউঞ্জে অল্প সংখ্যক পর্যটককে তখনও আরাম করতে দেখা যায়, যদিও কেউই অবশ্য পানিতে নামেননি। কেলার মজা করে বলেন, একজনও কুমিরটিকে পাত্তা দেয় না।
হোটেল ম্যানেজার জোসেফ আমেরিও নিশ্চিত করেছেন, শনিবার (১৮ অক্টোবর) ভোরে কুমিরটিকে দেখা গিয়েছিল। কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে প্রাণীটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত পুলটি ঘিরে রাখা হয়েছিল।

আমেরিও এএফপিকে বলেন, অতিথিরা ও কুমিরটি একসঙ্গে পুলে ছিল না।
পরিবেশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, রাজ্য বন্যপ্রাণী রেঞ্জাররা প্রাণীটিকে পুনর্বাসিত করেছে ও এলাকায় কুমিরের বিষয়ে সতর্কতামূলক চিহ্ন স্থাপন করেছে।
তবে কুমিরটি লবণাক্ত পানির নাকি কম আক্রমণাত্মক মিঠা পানির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনুমান করা হয়, উত্তর অস্ট্রেলিয়া জুড়ে এক লাখের বেশি লবণাক্ত ও মিঠা পানির কুমির বাস করে।