দুবাইয়ে ১২ বিদেশি নারী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/06/dubai.jpg)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১২ বিদেশি নারীকে আটক করা হয়েছে। দুবাইয়ের মেরিনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার নাগরিক বলে জানা গেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।
দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের কনস্যুলেটের কর্মকর্তারা আইনি সহায়তার জন্য আজ মঙ্গলবার তাদের দেশের নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই নারীরা মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় নগ্ন অবস্থায় ছবি তুলছেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/04/06/dubai_insert.jpg 687w)
আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেকের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ২০১৭ সালে এক ব্রিটিশ নারী দুবাইয়ে এক বছরের সাজা পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিয়ে ছাড়াই এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছিল। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ আইনই শরিয়াহ নির্ভর।