দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : তালেবান
আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা দেওয়া তালেবান অভিযোগ করেছে, তাদের মন্ত্রীসভায় স্থান পাওয়া হাক্কানি পরিবারকে যুক্তরাষ্ট্র এখনও সন্ত্রাসী তালিকায় রেখে দোহা চুক্তি ভঙ্গ করেছে।
তালেবান আরও অভিযোগ করেছে, ২০২০ সালের দুপক্ষের শান্তি চুক্তি হওয়ার পরও যুক্তরাষ্ট্র তালেবানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিকে তাদের সন্ত্রাসী তালিকায় রেখেছে। খবর আল জাজিরার।
২০ বছর ধরে যুদ্ধ চলাকালে তালেবানের নতুন এ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান, তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর ওপর হামলার অভিযোগ আছে। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও তার নাম রয়েছে।
সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ধরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়।
২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলায় জড়িত অভিযোগে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এফবিআই। ওই হামলায় এক মার্কিনিসহ ছয়জন প্রাণ হারিয়েছিলেন।
এ ছাড়া, তিনি আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর ওপর বিভিন্ন হামলায় অংশগ্রহণ ও সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।
২০০৮ সালে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনায়ও সিরাজ হাক্কানির যোগাসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।