‘ধর্ষককে বিয়ে’ আইন পাস করাতে চায় তুরস্ক সরকার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/23/marry.jpg)
আঠারো বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের দায়ে অভিযুক্ত পুরুষটি ভুক্তভোগীকে বিয়ে করলে শাস্তি এড়াতে পারবেন, এমন একটি আইন পাসের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছে তুরস্ক সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।
বিতর্কিত এই কথিত ‘ম্যারি-ইয়োর-রেপিস্ট’ (ধর্ষণকারীকে বিয়ে করো) বিলটি চলতি জানুয়ারির শেষ নাগাদ পার্লামেন্টে উত্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এরই মধ্যে বিলটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের নারী অধিকারকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তুরস্কের আইনে যে কেবল বাল্যবিয়ে ও ধর্ষণকে বৈধতা দেওয়া হচ্ছে তাই নয়, শিশু নিপীড়ন ও যৌন হয়রানির পথকেও প্রশস্ত করছে। তুরস্কের পার্লামেন্টের বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি সরকারকে চলতি পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
এর আগে ২০১৬ সালে একই ধরনের একটি বিল পার্লামেন্টে পাস করাতে গিয়ে দেশব্যাপী ও বৈশ্বিক সমালোচনার মুখে বাতিল করতে বাধ্য হয় তুরস্ক সরকার। ওই বিলে বলা হয়েছিল, কোনো পুরুষ যদি ‘জোরপূর্বক বা হুমকির মুখে’ কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলে ওই পুরুষটি ক্ষমা পেতে পারে।
এদিকে এবারের ‘ম্যারি-ইয়োর-রেপিস্ট’ বিলটি সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের একাধিক সংস্থা। এসব সংস্থা বলছে, বিলটি পাস হলে শিশু নিপীড়ন করেও রেহাই পেয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ভুক্তভোগী ভবিষ্যতে আরো নির্যাতনের মুখে পড়াসহ নিপীড়কের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকবে।