নতুন আইনের পথে ইতালি, ইংরেজি শব্দ ব্যবহারে গুনতে হবে জরিমানা
বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত ভাষা ইংরেজি। বৈশ্বিক বাণিজ্যেও সবচেয়ে ব্যবহৃত ভাষা এটি। তবে, এবার ইতালিতে ইংরেজি ভাষা ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ সংক্রান্ত একটি আইনও প্রণয়ন করতে যাচ্ছে তারা। এর ফলে ইংরেজি বা অন্য কোনো ভাষা ব্যবহার করলেই গুনতে হবে জরিমানা। গতকাল শুক্রবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি বলছে, ইতালির দাপ্তরিক কাজে ইংরেজি বা অন্য কোনো দেশের শব্দের ব্যবহারকারীদের এক লাখ ইউরো (এক লাখ ৮ হাজার ৭০৫) জরিমানা গুনতে হতে পারে। এ সংক্রান্ত বিল উত্থাপন করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার অব ইতালি।
ক্ষমতাসীন দলটির সদস্য ও দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের আইন প্রণেতা ফাবিও রামপেল্লি এই বিল উত্থাপন করেছেন। মেলোনি এতে সমর্থন দিয়েছেন।
সিএনএন বলছে, খসড়া আইনে সব বিদেশি ভাষার কথা বলা হলেও এটি মূলত ‘ইংরেজ প্রীতি’ বন্ধের জন্য করা হয়েছে। দাপ্তরিক কাজে বিদেশি ভাষার শব্দ ব্যবহারকে ইতালিয় ভাষার জন্য অবমাননাকর ও ক্ষতিকর বলা হয়েছে। এমনকি, ওই খসড়ায় বলা হচ্ছে, যুক্তরাজ্য এখন আর ইউরোপের অংশীদার নয়। তাহলে কেন তাদের ভাষা ব্যবহার করা হবে। এটি লজ্জাজনক।
বিলটি এখনও সংসদীয় বিতর্কের জন্য উত্থাপিত হয়নি। এটি পাস হলে জনপ্রশাসনে পদে অধিষ্ঠিত কর্মকর্তাদের ইতালিয় ভাষায় লিখিত ও মৌখিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। এমনকি, সরকারি নথিতে ইংরেজি ব্যবহার নিষিদ্ধ হবে।’
ইতালি সরকারের প্রস্তাবিত খসড়াটি একটি কপি পেয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, ইতালিতে যেসব বিদেশি সংস্থা রয়েছে সেগুলোকেও ইতালিয় ভাষা ব্যবহার করতে হবে। এমনকি, সেখানে চাকুরির ক্ষেত্রেও এই ভাষা জানা লোকদের প্রাধান্য দিতে হবে।
আইনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, বিদেশি ভাষার কোনো ব্যক্তির সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রেও প্রাথমিক ভাষা হতে হবে ইতালিয়। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, ইতালিতে পণ্য ও সেবার ব্যবহার এবং প্রচারের ক্ষেত্রে ইতালিয় ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে পাঁচ হাজার থেকে এক লাখ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনটির জন্য ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। ইতালির স্কুল, গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনে সঠিকভাবে ইতালিয় ভাষা ব্যবহার করেছে কি না, তা দেখবে এই কমিটি।