নতুন মিস ওয়ার্ল্ড টনি
পর্দা নামল এবারের মিস ওয়ার্ল্ড আসরের। জমজমাট আয়োজনের মাধ্যমে বৈশ্বিক এ প্রতিযোগিতার ৬৯তম আসরের শিরোপা জিতেছেন জ্যামাইকান কৃষ্ণাঙ্গ সুন্দরী টনি-অ্যান সিং। স্থানীয় সময় শনিবার রাতে, যুক্তরাজ্যের লন্ডনের এক্সেল সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এবার অন্য সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন টনি। ১৯৯৩ সালের পর এই প্রথমবারের মতো কোনো জ্যামাইকান নারী শিরোপা জিতলেন।
এক প্রশ্নের জবাবে টনি জানান, তিনি এই শিরোপাকে নারী ও শিশুদের অর্থবহ পরিবর্তনের জন্য ব্যবহার করবেন। ‘মি টু’ আন্দোলনের এই সময়ে সৌন্দর্য প্রতিযোগিতা কতটা গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নও করা হয় তাঁকে। উত্তরে টনি বলেন, আমার অর্জনের চেয়ে সৌন্দর্য কম গুরুত্বপূর্ণ।’
২৩ বছর বয়সী টনি বলেন, ‘আমি অর্থবহ পরিবর্তন আনতে চাই। আমরা যদি নারীদের কথা বলি, তাহলে তাঁদের সন্তান ও সন্তানের শিশুদের জীবনের মূল্যবোধ থাকতে হবে।’ তবে কী ধরনের পরিবর্তন আনতে চান টনি, তা স্পষ্ট হয়নি।
টনির মতে, ‘সৌন্দর্য, আকর্ষণ ও শক্তির মতো বিষয়গুলোকে উপভোগ করার ব্যাপারটি ঠিক আছে, কিন্তু এটি অনেক ক্ষেত্রেই বেশি হয়ে যায়।’ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের পর তাঁর নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান টনি।
‘যেকোনো মেয়ে একটু ইচ্ছের জোরে স্বপ্নকে ছুঁতে পারে’- নতুন মিস ওয়ার্ল্ড, জ্যামাইকার টনি অ্যান সিং এ কথায় বিশ্বাস করেন।
তেইশ বছর বয়সী টনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে একযোগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন মনোবিজ্ঞান ও উইমেন স্টাডিজে। দুই রানার্স আপ যথাক্রমে মিস ফ্রান্স ওফেলি মেযিনো ও মিস ইন্ডিয়া সুমন রাও। এ নিয়ে চতুর্থবারের মতো ক্যারিবীয় রাষ্ট্র জ্যামাইকা থেকে বিশ্ব সুন্দরী নির্বাচিত হলো। আর, একই সপ্তাহে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর মিস ওয়ার্ল্ড আসরেও সেরার তালিকায় নাম ওঠালেন কৃষ্ণাঙ্গ কোনো সুন্দরী ।