ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় ৬ মাদক পাচারকারী নিহত
ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার মাদক পাচারকারী চক্রের পরিচালিত নৌকায় যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
এই সামরিক পদক্ষেপের ফলে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন পাচারকারীদের ওপর যুক্তরাষ্ট্রের মোট হামলার সংখ্যা বেড়ে অন্তত দশে দাঁড়িয়েছে । মার্কিন তথ্য অনুযায়ী, এসব হামলায় মোট ৪৩ জন নিহত হয়েছে।
ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই হামলার তথ্য জানান। একই সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া নৌকার একটি ছবি প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলার সময় নৌযানটিতে ছয়জন নারকো-সন্ত্রাসী ছিল।
হেগসেথ আরও বলেন, ছয়জন সন্ত্রাসীই নিহত হয়েছে। যদি আপনি আমাদের গোলার্ধে মাদক পাচারকারী একজন নারকো-সন্ত্রাসী হন, তবে আমরা আপনার সঙ্গে আল-কায়েদার মতো আচরণ করব। দিন বা রাত, আমরা আপনার নেটওয়ার্ক ম্যাপ করব, আপনার লোকদের ট্র্যাক করব, আপনাকে খুঁজে বের করব এবং হত্যা করব।
মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ
ওয়াশিংটন সেপ্টেম্বরের প্রথম দিকে সন্দেহভাজন মাদক-পাচারকারী নৌকা লক্ষ্য করে একটি সামরিক অভিযান শুরু করে। যেখানে স্টিলথ যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই হামলার লক্ষ্যবস্তুগুলোতে মাদক পাচারের কোনো প্রমাণ প্রকাশ করেনি।
হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র মার্টা হুর্তাদো গোমেজ এএফপিকে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে, জীবন রক্ষাকারী আসন্ন হুমকির বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হিসেবেই কেবল মারাত্মক বলপ্রয়োগ অনুমোদিত। অন্যথায়, এটি মানবাধিকার লঙ্ঘন হবে। সাধারণভাবে বলতে গেলে, মাদক-সংক্রান্ত অপরাধের জন্য কাউকে হত্যা করা উচিত নয়।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি
মার্কিন এই অভিযানের ফলস্বরূপ আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ভেনেজুয়েলা অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। মাদুরো সম্প্রতি ঘোষণা করেন, মার্কিন বাহিনীর মোকাবিলা করার জন্য তার দেশের কাছে পাঁচ হাজার রুশ ম্যান-পোর্টেবল সারফেস-টু-এয়ার মিসাইল রয়েছে।
বিমান চলাচল ট্র্যাকিং ডেটা অনুসারে, বৃহস্পতিবার ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে একটি বি-১বি বোমারু বিমান উড়ে যায়। এর আগের সপ্তাহে একাধিক মার্কিন বি-৫২ বোমারু বিমান ভেনিজুয়েলার উপকূল প্রদক্ষিণ করে তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল।

এনটিভি অনলাইন ডেস্ক