আবারও কমল স্বর্ণের দাম
 
টানা কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে দাম বাড়ার পর মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের পতন হয়েছে। গত মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দাম এমনভাবে কমেছে যে, গত পাঁচ বছরের মধ্যে একদিনে এত পতন আর হয়নি। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৭ অক্টোবর) স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। খবর রয়টার্সের।
দাম কমার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, দাম যখন রেকর্ড উচ্চতায় ছিল, তখন বিনিয়োগকারীরা সুযোগ বুঝে তাদের লাভ তুলে নিতে (মুনাফা করতে) স্বর্ণ বিক্রি করে দিয়েছেন। মূলত ডলারের মূল্য বৃদ্ধি ও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমা এই পতনের প্রধান কারণ।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার আশা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা এখন কম ঝুঁকিপূর্ণ সম্পদ (যেমন স্বর্ণ) থেকে সরে এসে বেশি ঝুঁকিপূর্ণ সম্পদ (যেমন শেয়ার বাজার)-এর দিকে ঝুঁকছেন। এছাড়াও, বিনিয়োগকারীরা এই সপ্তাহে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
আরও পড়ুন : আজ আরও কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
সোমবার মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫৯ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। তবে এখন তা ৫ শতাংশেরও বেশি কমেছে।
আরও পড়ুন : স্বর্ণের নেকলেস চুরি করে ধরা, জরিমানার মুখে নারী
ডিসেম্বরে মার্কিন স্থানীয় বাজারে (১ দশমিক ৬ শতাংশ কমে) স্বর্ণ বিক্রি হবে চার হাজার ৭২ দশমিক ৪০ ডলার।
ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা থাকায় বিনিয়োগকারীরা এখন শেয়ার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে। এর ফলে, নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দামের ওপর চাপ পড়ছে (দাম কমছে)।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত। দুই দেশের শীর্ষ কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ায় তাদের আসন্ন বৈঠকে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একটি কাঠামো তৈরি করার একদিন পর ট্রাম্প এই মন্তব্য করেন।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
এদিকে, বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, ফেডারেল রিজার্ভ (ফেড) বুধবার (২৯ অক্টোবর) তাদের নীতি নির্ধারণী বৈঠকে এক চতুর্থাংশ শতাংশ পয়েন্ট (২৫ বেসিস পয়েন্ট) সুদের হার কমাতে পারে। কম সুদের হারের ফলে স্বর্ণের দর আবার বাড়তে পারে।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
