যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে রাশিয়া
কোনো তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না বলে জানিয়েছে রাশিয়া। বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এই প্রতিক্রিয়া জানান। খবর সিনহুয়ার।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বক্তব্যের প্রেক্ষিতে লাভরভ বলেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে হওয়া সুনির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে।
রাশিয়া ও ইরানের মধ্যকার গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে লাভরভ বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরের’ মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি জানান, বাস্তবসম্মত এই প্রকল্পগুলোই প্রমাণ করে যে কোনো বাহ্যিক চাপ এই অংশীদারিত্বে ফাটল ধরাতে পারবে না।
সংবাদ সম্মেলনে লাভরভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ওয়াশিংটন নিজেই যেসব আন্তর্জাতিক নিয়ম বা ‘বিশ্বায়নের’ প্রচার করেছিল, এখন তারা নিজেরাই তা লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র যেভাবে তাদের নিজস্ব নীতি বিসর্জন দিচ্ছে, তাতে প্রমাণিত হয় আমাদের আমেরিকান অংশীদাররা অত্যন্ত অনির্ভরযোগ্য।
লাভরভ জানান, অন্য কোনো দেশ কী বলল বা কী হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয়। আমি মনে করি আমাদের কেবল কাজ চালিয়ে যাওয়া উচিত। ইরানসহ অন্যান্য অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে যেসব চুক্তি রয়েছে সেগুলো বাস্তবায়ন করা উচিত। ওয়াশিংটনের কোনো ‘ব্ল্যাকমেইল’ তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না।

এনটিভি অনলাইন ডেস্ক