ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইরানে ব্যাপক বিক্ষোভের ঘটনায় সৃষ্ট সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ‘ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত বলে জোর দেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মস্কো খুব শিগগিরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু ঘোষণা করবে। এ অঞ্চলে উত্তেজনা কমাতে পুতিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনটিভি অনলাইন ডেস্ক