ট্রাম্পকে ‘জুনের ভুল পুনরাবৃত্তি না করার’ হুঁশিয়ারি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, গত জুনে ইরানি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার মতো ভুলের পুনরাবৃত্তি যেন যুক্তরাষ্ট্র আর না করে। স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাঘচি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পথে সমাধানে বিশ্বাসী। তবে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। গত জুনের ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করেন। স্থাপনা ধ্বংস করা গেলেও প্রযুক্তি বা সংকল্পকে বোমা মেরে ধ্বংস করা যায় না।
সাক্ষাৎকারে আরাঘচি অভিযোগ করেন, গত ২০ বছর ধরে ইরান আলোচনার পথ খোলা রাখলেও যুক্তরাষ্ট্র বারবারই কূটনীতি থেকে সরে দাঁড়িয়েছে। যুদ্ধ এবং কূটনীতির মধ্যে কূটনীতিই শ্রেষ্ঠ পথ। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তবুও তারা আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আগ্রহী। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, আগের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করলে ফলাফল একই হবে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তার সরকার ‘সর্বোচ্চ ধৈর্য’ প্রদর্শন করেছে। তবে সাধারণ মানুষের এই আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট ‘সন্ত্রাসী সেল’ হাইজ্যাক করেছে। ইসরায়েল চাইছে সাধারণ মানুষ ও পুলিশ হত্যা করে রক্তপাত বাড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই সংঘাতে টেনে আনতে। বর্তমানে পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিন দিন ধরে তারা সাধারণ আন্দোলনকারী নয়, ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়েছেন।
মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্যের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দাবির বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫০০ জন নিহত এবং ১৮ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সংখ্যাকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তবে তিনি সঠিক কোনো সরকারি পরিসংখ্যান দেননি।
এর আগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে ওয়াশিংটন ‘খুবই কঠোর ব্যবস্থা’ নেবে। এরপর বুধবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তাকে আশ্বস্ত করা হয়েছে ইরানে আপাতত কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।

এনটিভি অনলাইন ডেস্ক