নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে ৮০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে বিধ্বস্ত নিউজিল্যান্ড। ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ক্ষতি হতে পারে ৮০০ কোটি ডলারেরও বেশি। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ সোমবার সতর্ক করে জানিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের চূড়ান্ত ক্ষতি ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও অঞ্চলগুলো পুনর্নির্মাণের জন্য জরুরি তহবিল ঘোষণা করেছে তারা।
গত ১২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতে দেশটিতে বন্যা ও ভূমিধস দেখা দেয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। জারি করা হয় জরুরি অবস্থা, যা ছিল নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয়। গ্যাব্রিয়েলকে শতাব্দীর সেরা প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ১৮ কোটি ৭০ লাখ ৫০ হাজারের একটি তহবিলের ঘোষণা করেছেন হিপকিন্স। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের সম্প্রদায়গুলোকে পুনরায় সংযোগ করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে। অবকাঠামো অনেক পরিবর্তন করতে হবে। এ জন্য কঠোর সিদ্ধান্তের প্রয়োজন।’
এর আগে সোমবার সকালে নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, ‘২০১১ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ক্রাইস্টচার্চকে পুনর্নির্মাণে ৮৪২ কোটি ডলার খরচ হয়েছিল। এবারের প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণে একইরকমের খরচ হতে পারে।’
এদিকে, নিউজিল্যান্ডের জরুরি অবস্থার সময় আরও বাড়িয়েছে হিপকিন্স। এবার বাড়ানো হয়েছে এক সপ্তাহের জন্য। দেশটির পুলিশ বলছে, ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ১১ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে নর্থ আইল্যান্ডের হাওয়াক বে-তে। এখনও নিখোঁজ রয়েছেন দুই হাজার ২০০ ব্যক্তি।
রয়টার্স বলছে, প্রাকৃতিক দুর্যোগে নর্থ আইল্যান্ডে টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ৬০টি স্টারলিংক স্যাটেলাইট বসানো হয়েছে। এখনও নর্থ আইল্যান্ডের ১৫ হাজার মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন।