নিষেধাজ্ঞায় আমরাই সুবিধা পাব : রুশ প্রেসিডেন্ট
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যারা সহযোগিতার পথ না বেছে নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা বরং নিজেদেরই ক্ষতি করবে। এসবে (নিষেধাজ্ঞায়) আমরাই সুবিধা পাব।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
যারা নিষেধাজ্ঞা আরোপ করছে সেসব প্রতিবেশিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, ‘(প্রতিবেশিদের প্রতি) আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।
শনিবার মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্ততৃায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘এখানে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার তো কোনো কারণ দেখি না। তবে যদি কেউ কিছু করে, সেটা নিজ দায়-দায়িত্বে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে করবে।’
প্রতিবেশি দেশগুলোর প্রতি কোনো নেতিবাচক অভিপ্রায় নেই বলে জানান রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার সবাইকে পুতিনের পক্ষে সমর্থন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘বিভক্তি নয়, এখন বরং ঐক্যবদ্ধ হওয়ার সময়। সবাই এক হয়ে আমাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়ান।’