নিহত সাংবাদিকের শবযাত্রী ফিলিস্তিনিদের পেটাল ইসরায়েলি সেনারা
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর মরদেহ বহনকারী ফিলিস্তিনিদের ওপর লাঠিচার্জ করেছেন ইসরায়েলি সেনারা। আলজাজিরার খবরে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরে গত বুধবার ইসরায়েলি বাহিনীর অভিযান কাভারের সময় ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে নিহত হন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।
দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ আবু জাররাহ এলাকার সেন্ট লুইস ফ্রেন্স হাসপাতাল থেকে আজ শুক্রবার শিরিন আবু আকলেহ’র মরদেহ চার্চে নেওয়া হচ্ছিল। এ সময় শবযাত্রায় অংশ নেওয়া শোকসন্তপ্ত ফিলিস্তিনিদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
আলজাজিরার সাংবাদিক ও বিশ্লেষক মারওয়ান বিশারা এ হামলা প্রসঙ্গে বলেন, ‘ঠিক কী কারণে তাদের ওপর এমন সংঘাত ঘটানো হলো।’
ফিলিস্তিনের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।