পথচারীদের লক্ষ্য করে থাই সৈনিকের গুলি, নিহত ১২

নিজের কমান্ডারকে গুলি করে হত্যা করে থাইল্যান্ডের এক সেনাসদস্য। পরে অস্ত্র নিয়ে বেরিয়ে আসে পথে। পথচারীদের লক্ষ্য করে গুলি করে। ওই হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ শনিবার দেশটির নাখন রাচাসিমা নামের একটি শহরে ওই ঘটনা ঘটে। শহরটি কোরাট নামেই পরিচিত। শহরটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে জানিয়েছে অভিযুক্ত সৈনিকের নাম জাকরাপান্থ থম্মা। প্রথমে ওই সেনা নিজের কমান্ডারকে গুলি করে হত্যা করে সেনাক্যাম্প থেকে কিছু অস্ত্র ছিনিয়ে নেয়। পরে একটি বৌদ্ধ মন্দির এবং শপিং মলে গুলি করতে থাকে।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, ওই হামলাকারী শপিং মলে গুলি করার সময় ফেসবুকে লাইভে আসে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর হামলাকারী একটি রাইফেল নিয়ে সেলফি দেয় ফেসবুকে। এর নিচে লেখা ছিল, ‘অনেক ক্লান্ত।’
দেশটির সেনা কর্মকর্তা লে. জেনারেল থানইয়া ক্রিয়াটিসরন জানিয়েছেন, পুলিশ এবং সেনাসদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে।
হামলাকারীর গুলিতে নিহত কমান্ডারের নাম কর্নেল আনাথ্যার রাসায়ে। সেনাক্যাম্পেই গুলিতে নিহত হয়েছেন এক সৈনিক এবং ৬৩ বছরের এক বৃদ্ধা।