সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী
নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল দেশটির সংবিধানের ৬১ অনুচ্ছেদ অনুসারে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন। নেপালের নতুন সংবিধান কার্যকর হওয়ার পর এই প্রথমবার ৬১ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হলো। এই অনুচ্ছেদ প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন এবং সাংবিধানিক ও কেন্দ্রীয় আইন অনুসারে কর্তব্য পালনের ক্ষমতা দেয়।
এর আগে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল দেশটির সংবিধানের ২৭৩(১) অনুচ্ছেদ অনুসারে প্রতিনিধি পরিষদ ভেঙে দিতে এবং জরুরি অবস্থা জারির বিষয়ে সম্মতি দেন। খবর দি হিমালয়ান টাইমসের।
নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানান, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে প্রেসিডেন্টের কার্যালয় ‘শীতল নিবাসে’ নিবিড় আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছানো গেছে যে, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা হবে।
এই পদক্ষেপটি প্রতিবাদকারী 'জেন-জি' বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। নতুন প্রজন্মের বিক্ষোভকারীরা তাৎক্ষণিকভাবে সংসদ ভেঙে দেওয়া এবং একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আহ্বান জানিয়ে আসছিল।
কিরণ পোখরেল আরও জানান, সুশীলা কার্কি নেপালের স্থানীয় সময় শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক