পদত্যাগ করবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেছেন, বিরোধী দলের চাপের মুখে তিনি পদত্যাগ করবেন না। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
আলজাজিরা জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কিছু দিন ধরে রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেছেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার। থাইল্যান্ডে রাজতন্ত্রকে গণ্য করা হয় অত্যন্ত পবিত্র এক প্রতিষ্ঠান হিসেবে। বহু বছর ধরে চলে আসা এ রীতি এখন আর মানতে চান না আধুনিক তরুণ-তরুণীরা। ফলে এ ইস্যুতে প্রতিটি থাই পরিবার এখন বিভক্ত।
গত কয়েক মাস ধরে হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় নেমে একনায়কত্বের পতন এবং রাজতন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আসছেন। আটক নেতাকর্মীদের মুক্তিও চান তাঁরা। তাঁদের কারো কারো হাতে নেতাদের ছবিও ছিল।
মানবাধিকারবিষয়ক থাই আইনজীবীরা বলছেন, ১৩ অক্টোবর থেকে পুলিশ প্রায় ৮০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ২৭ জন এখনো জেলে। তবে পুলিশ আটক হওয়াদের প্রকৃত সংখ্যা জানায়নি।
প্রধানমন্ত্রীর মুখপাত্র আনুচা বলেন, দেশজুড়ে এরই মধ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সহিংসতা উসকে দিতে পারে বলে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। তিনি বলেন, সরকার আলোচনায় বসে একসঙ্গে একটি সমাধান খুঁজে পেতে চায়। তবে সরকার কার সঙ্গে কথা বলতে চায় সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলেননি আনুচা।